
সোমবার ২৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: মোটর চালিত ভ্যান গাড়ি করে গরু পাচার করতে গিয়ে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুর নাগাদ মুর্শিদাবাদ থানার লালবাগ-সাহাপুর ঘাটের কাছে। গরু বোঝাই ভ্যানের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় বর্তমানে লালবাগ মহকুমা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এক কিশোর। শরীরে একাধিক জায়গায় ক্ষত হওয়ায় তার শরীরে ১৩টি সেলাই পড়েছে। দুর্ঘটনার পর থেকেই পলাতক ভ্যানের চালক। ইতিমধ্যে পুলিশ ভ্যান গাড়িটিকে আটক করেছে।
প্রসঙ্গত, একাধিকবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গরু পাচার বন্ধ করার জন্য পুলিশ প্রশাসনের কর্তাদের কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। যদিও মুর্শিদাবাদ থানার এক আধিকারিক দাবি করেছেন, গরুগুলো পাচারের জন্য নয় স্থানীয় বাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে ,গত বেশ কিছুদিন ধরে বীরভূম এলাকার কিছু গরু পাচারকারী নতুন একটি রুট ব্যবহার করেছে। মুর্শিদাবাদের নবগ্রাম থানার কয়েকটি গ্রামের ভেতর দিয়ে গরু নিয়ে এসে ভাগীরথী নদী পার করে সেগুলি মুর্শিদাবাদ থানা এলাকায় পৌঁছে দেওয়া চলছিল। অভিযোগ, এরপর সেই গরু পৌঁছে যাচ্ছে মুর্শিদাবাদের ভারত-বাংলাদেশ সীমান্তের বিশেষ কয়েকটি পয়েন্টে। এলাকায় বিএসএফের নজরদারি কম থাকার সুযোগ নিয়ে পাচারকারীরা বাংলাদেশ গরু পাচার করে দিচ্ছে।
রবিবার দুপুর নাগাদ বেশ কয়েকটি মোটর চালিত ভ্যানে করে নবগ্রামের দিক থেকে মুর্শিদাবাদ থানা এলাকায় ভাগীরথী নদী পার করে গরু আনা হচ্ছিল। একটি নৌকা থেকে গরু বোঝাই মোটর চালিত ভ্যান পাড়ে উঠে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে এক কিশোরকে ধাক্কা মারে। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা ওই কিশোরকে লালবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করে।
লালবাগ শহরের সব্জি কাটরা এলাকার বাসিন্দা যাদব মণ্ডল বলেন, 'আজ দুপুর নাগাদ আমার ছেলে অনিমেষ মণ্ডল এবং পরিবারের আরও কয়েকজন সদস্যকে নিয়ে আমি ভাগীরথী নদীতে স্নান করতে এসেছিলাম। আমরা যখন বাড়ি ফিরে যাচ্ছিলাম সেই সময় একটি গরু বোঝায় ভ্যান আমার ছেলেকে সজোরে ধাক্কা মারে।'
নাম না প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা অভিযোগ করেছেন, এক একটি ছোট গাড়িতে কমপক্ষে ১৫-২০ টি গরু অস্বাস্থ্যকর পরিবেশে বহন করা হয়।
মুর্শিদাবাদের বিধায়ক গৌরশঙ্কর ঘোষের অভিযোগ, 'মুর্শিদাবাদ থানার খুব কাছে তিনটে ফেরিঘাট রয়েছে। সেখান দিয়ে দিনরাত ছোট ট্রাক ,মোটর চালিত ভ্যানে করে গরু আনা হচ্ছে। আজ একটি দুর্ঘটনা ঘটে যাওয়ার পর সকলে গরু পাচারের বিষয়টি জানতে পেরেছি।'
কাজ বন্ধ রেখে একমনে চলে মহাদেবের উপাসনা, প্রাচীন রীতির সাক্ষী ‘চাকা পূজা’ কেন হয় জানেন?
‘তোমায় ছাড়া বাঁচব না’, একই শাড়িতে ফাঁস লাগিয়ে আত্মহত্যা পরকিয়ায় ডগমগ যুগলের
এগিয়ে আসছে গভীর নিম্নচাপ, ২৮ মে থেকে ভাসবে বাংলা, ইতিমধ্যেই শুরু বৃষ্টি
শান্তি বজায় রাখবে ‘শান্তি কমিটি’, সাম্প্রদায়িক অশান্তি এড়াতে জঙ্গিপুর পুলিশ জেলার বিরাট পদক্ষেপ
স্নান করতে নেমে বিপত্তি, হুগলিতে একদিনেই দুটি পৃথক ঘটনায় মৃত ৪
বিএসএফ জওয়ান পূর্ণমের সঙ্গে দেখা করলেন সাংসদ কল্যাণ, হল মিষ্টিমুখ
অ্যাম্বুল্যান্স থেকে বাড়তি রেলের সুবিধা, শ্রাবণী মেলার আগে পুণ্যার্থীদের জন্য একগুচ্ছ পরিকল্পনা
'দেশে ফেরার আশা ছেড়েই দিয়েছিলাম', রিষড়ায় ফিরে অভিজ্ঞতা ভাগ করলেন পূর্ণম কুমার
চা বাগানে দুই দাঁতাল হাতির লড়াই! ট্রাক্টর দিয়ে ভয় দেখিয়ে জঙ্গলে ফেরত পাঠালেন শ্রমিকরা, এখনও আতঙ্ক এলাকায়
হাসনাবাদে রাতের আকাশে সীমান্তের ওপার থেকে উড়ে এল রহস্যময় আলো, ড্রোন বলে সন্দেহ স্থানীয়দের
বর্ধমানে ভাড়া ঘরে ঘাপটি মেরে দিব্যি চলছিল প্রতারণা, ওঁত পেতে ধরল দিল্লি পুলিশ, জালে 'জামতারা গ্যাং'-এর তিন
ঢাকুরিয়া স্টেশনের কাছে চলন্ত ট্রেনে পাথর হামলা, মাথা ফাটল যাত্রীর! প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা
লেগেছে ওয়েলকাম গেট, আলোয় সেজেছে বাড়ি, পূর্ণমের ঘর-ওয়াপসি ঘিরে উৎসবের মেজাজে রিষড়া
গুণমান নিয়ে প্রশ্ন, বাংলা-সহ দেশজুড়ে পরীক্ষায় ফেল ১৯৮টি জীবনদায়ী ওষুধ!
খুন করে প্রমাণ লোপাটের অভিযোগে দোষী, আরপিএফ কনস্টেবলকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত